আবারও বিতর্কের কেন্দ্রে চিত্রনায়ক জায়েদ খান! তবে এবার বিরোধী পক্ষের কেউ নন, জায়েদ দ্বন্দ্বে জড়ালেন নিজের ঘরের লোকের সঙ্গেই। আগের সব মনোমালিন্য ভুলে শিল্পী সমিতির গত নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ওমর সানী-মৌসুমী-জায়েদ। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতে আবারও তাঁদের মধ্যে তৈরি হলো দূরত্ব।
তবে সামান্য দূরত্বই নয়, পরিস্থিতি এবার আরো খারাপ। কথা-কাটাকাটি থেকে শুরু করে চড়-থাপ্পড়, হাতাহাতি, পিস্তল বের করে গুলির হুমকি—সবই হয়েছে ওমর সানী আর জায়েদ খানের মধ্যে।
জানা গেছে, শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছিল অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়ের আয়োজন। সেখানেই জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। জায়েদও ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকি দেন।
ওমর সানী এ ঘটনার সত্যতা স্বীকার করলেও পুরোটা অস্বীকার করেছেন জায়েদ। বিস্ময় প্রকাশ করে সংবাদমাধ্যমকে জায়েদ বলেছেন, ‘এমন কিছু ঘটেনি। আর আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাব কেন? ওমর সানী আমাকে চড়ও মারেননি।’
তবে ওমর সানী বলছেন ভিন্ন কথা, ‘কনভেনশন সেন্টারে ঢুকেই আমি ওকে চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছে। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপারা উপস্থিত ছিলেন।’
জানা গেছে, মৌসুমীর সঙ্গে ‘বেয়াদবি’ করার অভিযোগে জায়েদকে শাসিয়েছেন ওমর সানী। তিনি বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়েমানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে—এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছিল। আমি সেটার জবাব দিয়েছি।’
ওমর সানী ও জায়েদ খান দুজনের মধ্যে এসব যখন চলছিল, দ্রুত স্পটে আসেন ডিপজল। তিনি এসে দুজনকে আলাদা করে দেন। ডিপজল ঘটনাস্থলে তখন না এলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত।
আবারও বিতর্কের কেন্দ্রে চিত্রনায়ক জায়েদ খান! তবে এবার বিরোধী পক্ষের কেউ নন, জায়েদ দ্বন্দ্বে জড়ালেন নিজের ঘরের লোকের সঙ্গেই। আগের সব মনোমালিন্য ভুলে শিল্পী সমিতির গত নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ওমর সানী-মৌসুমী-জায়েদ। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতে আবারও তাঁদের মধ্যে তৈরি হলো দূরত্ব।
তবে সামান্য দূরত্বই নয়, পরিস্থিতি এবার আরো খারাপ। কথা-কাটাকাটি থেকে শুরু করে চড়-থাপ্পড়, হাতাহাতি, পিস্তল বের করে গুলির হুমকি—সবই হয়েছে ওমর সানী আর জায়েদ খানের মধ্যে।
জানা গেছে, শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছিল অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়ের আয়োজন। সেখানেই জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। জায়েদও ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকি দেন।
ওমর সানী এ ঘটনার সত্যতা স্বীকার করলেও পুরোটা অস্বীকার করেছেন জায়েদ। বিস্ময় প্রকাশ করে সংবাদমাধ্যমকে জায়েদ বলেছেন, ‘এমন কিছু ঘটেনি। আর আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাব কেন? ওমর সানী আমাকে চড়ও মারেননি।’
তবে ওমর সানী বলছেন ভিন্ন কথা, ‘কনভেনশন সেন্টারে ঢুকেই আমি ওকে চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছে। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপারা উপস্থিত ছিলেন।’
জানা গেছে, মৌসুমীর সঙ্গে ‘বেয়াদবি’ করার অভিযোগে জায়েদকে শাসিয়েছেন ওমর সানী। তিনি বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়েমানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে—এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছিল। আমি সেটার জবাব দিয়েছি।’
ওমর সানী ও জায়েদ খান দুজনের মধ্যে এসব যখন চলছিল, দ্রুত স্পটে আসেন ডিপজল। তিনি এসে দুজনকে আলাদা করে দেন। ডিপজল ঘটনাস্থলে তখন না এলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২৬ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে