আমেরিকা ও ইন্দোনেশিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের দুই ছবি। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও অনার্য মুর্শিদের ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে এ দুই উৎসবে। প্রথমটি চলচ্চিত্র আর দ্বিতীয়টি প্রামাণ্যচিত্র।
মিল ভ্যালি উৎসবে ‘রিকশা গার্ল’
উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত বাংলাদেশের ছবি ‘রিকশা গার্ল’। এটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। আগামী ৯ অক্টোবর উৎসবে দেখানো হবে ছবিটি।
ঔপন্যাসিক মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বেশ সমাদৃত। তাই ওই অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছে বহুদিন ধরে। নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ ওই অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখেছিলেন। তাই, চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বেশির ভাগ সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ‘কাসিদা অব ঢাকা’
ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টিভ্যালে ১৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের পরিচালক কেমালা আস্তিকা ই-মেইলে চলচ্চিত্র পরিচালককে সংবাদটি নিশ্চিত করেন।
২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতিমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে রাসেল আবেদীন তাজ, সম্পাদনায় অনয় সোহাগ। প্রযোজক বাংলাঢোল।
আমেরিকা ও ইন্দোনেশিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের দুই ছবি। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও অনার্য মুর্শিদের ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে এ দুই উৎসবে। প্রথমটি চলচ্চিত্র আর দ্বিতীয়টি প্রামাণ্যচিত্র।
মিল ভ্যালি উৎসবে ‘রিকশা গার্ল’
উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত বাংলাদেশের ছবি ‘রিকশা গার্ল’। এটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। আগামী ৯ অক্টোবর উৎসবে দেখানো হবে ছবিটি।
ঔপন্যাসিক মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বেশ সমাদৃত। তাই ওই অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছে বহুদিন ধরে। নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ ওই অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখেছিলেন। তাই, চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বেশির ভাগ সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ায় ‘কাসিদা অব ঢাকা’
ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টিভ্যালে ১৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের পরিচালক কেমালা আস্তিকা ই-মেইলে চলচ্চিত্র পরিচালককে সংবাদটি নিশ্চিত করেন।
২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতিমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে রাসেল আবেদীন তাজ, সম্পাদনায় অনয় সোহাগ। প্রযোজক বাংলাঢোল।
স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
২ ঘণ্টা আগেএক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগেগীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর। প্রথম গানেই পরিচিতি পান তিনি। এর পর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর লেখা ‘কথা কইয়ো না’। ইউটিউবে এখন পর্যন্ত ৯৩ মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি।
২ ঘণ্টা আগে২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
২ ঘণ্টা আগে