Ajker Patrika

দুই উৎসবে বাংলাদেশের দুই ছবি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৭
দুই উৎসবে বাংলাদেশের দুই ছবি

আমেরিকা ও ইন্দোনেশিয়ার দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের দুই ছবি। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও অনার্য মুর্শিদের ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে এ দুই উৎসবে। প্রথমটি চলচ্চিত্র আর দ্বিতীয়টি প্রামাণ্যচিত্র।

মিল ভ্যালি উৎসবে ‘রিকশা গার্ল’

উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত বাংলাদেশের ছবি ‘রিকশা গার্ল’। এটি মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। আগামী ৯ অক্টোবর উৎসবে দেখানো হবে ছবিটি।

ঔপন্যাসিক মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বেশ সমাদৃত। তাই ওই অঞ্চলের দর্শক চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছে বহুদিন ধরে। নির্মাণের সময় প্রযোজক এরিক জে এডামস্ ওই অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখেছিলেন। তাই, চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বেশির ভাগ সংলাপ ইংরেজিতে রাখা হয়েছে।

প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’র পোস্টারইন্দোনেশিয়ায় ‘কাসিদা অব ঢাকা’

ইন্দোনেশিয়ার বাহারি ফিল্ম ফেস্টিভ্যালে ১৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের পরিচালক কেমালা আস্তিকা ই-মেইলে চলচ্চিত্র পরিচালককে সংবাদটি নিশ্চিত করেন।

২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গত বছর ইউটিউবসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। গত বছর চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়। ইতিমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নেয়। চলচ্চিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে রাসেল আবেদীন তাজ, সম্পাদনায় অনয় সোহাগ। প্রযোজক বাংলাঢোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত