২০২২ সালে মুক্তি পেয়েছিল নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেট কাটা ষ’। দুই বছর পর আবারও ভয় দেখাতে চলে এসেছেন নুহাশ। সিরিজটির দ্বিতীয় সিজনের নাম দেওয়া হয়েছে ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। গতকাল রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে প্রথম পর্ব ‘ওয়াক্ত’।
পাঁচজন অপরাধীর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতি নিয়ে সাজানো হয়েছে ওয়াক্তের গল্প। ‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর ফুঁইড়া চইলা আসে’—এমন সংলাপ শোনা যায় ওয়াক্তের টিজারে। আন্দাজ করা যায় পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতির গল্প দেখা যাবে এতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
নুহাশ হুমায়ূন বলেন, ‘পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। ওয়াক্ত গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। সবার সহযোগিতায় কাজটি ভালো হয়েছে বলে আমার মনে হয়।’
সিরিজের বাকি পর্বগুলোর নাম দেওয়া হয়েছে ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে তৈরি হয়েছে ভাগ্য ভালো। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ।
অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প। অভিনয়ে কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু।
সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে বেসুরাতে। অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।
প্রতি সপ্তাহে মুক্তি পাবে একটি করে পর্ব। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
২০২২ সালে মুক্তি পেয়েছিল নুহাশ হুমায়ূনের ভৌতিক সিরিজ ‘পেট কাটা ষ’। দুই বছর পর আবারও ভয় দেখাতে চলে এসেছেন নুহাশ। সিরিজটির দ্বিতীয় সিজনের নাম দেওয়া হয়েছে ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। গতকাল রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে প্রথম পর্ব ‘ওয়াক্ত’।
পাঁচজন অপরাধীর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতি নিয়ে সাজানো হয়েছে ওয়াক্তের গল্প। ‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর ফুঁইড়া চইলা আসে’—এমন সংলাপ শোনা যায় ওয়াক্তের টিজারে। আন্দাজ করা যায় পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতির গল্প দেখা যাবে এতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
নুহাশ হুমায়ূন বলেন, ‘পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। ওয়াক্ত গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। সবার সহযোগিতায় কাজটি ভালো হয়েছে বলে আমার মনে হয়।’
সিরিজের বাকি পর্বগুলোর নাম দেওয়া হয়েছে ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে তৈরি হয়েছে ভাগ্য ভালো। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ।
অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প। অভিনয়ে কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু।
সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে বেসুরাতে। অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।
প্রতি সপ্তাহে মুক্তি পাবে একটি করে পর্ব। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
৬ ঘণ্টা আগে১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে করতে পেরেছিলেন অক্ষয়। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন? এ নিয়ে অভিনেতা সম্প্রতি কথা বলেছেন কপিল শর্মা শোতে।
১১ ঘণ্টা আগেপ্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
১৩ ঘণ্টা আগেতাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
১৬ ঘণ্টা আগে