Ajker Patrika

মস্কোর পর ‘মাস্তুল’-এর গন্তব্য এবার স্পেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ টিম ও ‘মাস্তুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ টিম ও ‘মাস্তুল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

গত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এই উৎসবে সেরা মানবিক চলচ্চিত্রের জন্য লাইফ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের সিনেমাটি। ইমাজিন ইন্ডিয়ার ওয়েব সাইটে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, মস্কোতে মাস্তুলের প্রিমিয়ারের পর অনেক জায়গা থেকে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মাস্তুল। সব ঠিক থাকলে উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুতে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত