চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।
পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’
নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।
সে সময় ববির বিরুদ্ধে মৌখিকভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে অভিযোগ করেছিলেন নির্মাতা জয় সরকার। তবে কোনো কিছুতেই কাজ হয়নি।
নির্মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ববির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। তবে একটি গণমাধ্যমে আজ ববি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমার হৃদয়ে কথা নামের সিনেমা সম্পর্কে তিনি কিছু জানেন না।
এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ববি। তাঁর বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও শোনা গিয়েছিল।
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।
পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’
নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।
সে সময় ববির বিরুদ্ধে মৌখিকভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে অভিযোগ করেছিলেন নির্মাতা জয় সরকার। তবে কোনো কিছুতেই কাজ হয়নি।
নির্মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ববির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। তবে একটি গণমাধ্যমে আজ ববি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমার হৃদয়ে কথা নামের সিনেমা সম্পর্কে তিনি কিছু জানেন না।
এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ববি। তাঁর বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও শোনা গিয়েছিল।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে