বিনোদন প্রতিবেদক, ঢাকা
ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।
ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৭ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু
৭ ঘণ্টা আগে