‘বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা’–এই বার্তা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ভিস্টুলা পোলিশ প্রথম চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২১’। উৎসব শুরু হবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। পাঁচ দিনব্যাপী এই উৎসবের অন্যতম আয়োজক বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। সহায়তা করছে পোল্যান্ডের পোলিশ ফিল্ম ইনস্টিটিউট। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর অনলাইন স্ট্রিমিং mojeekino.pl/en-এ বিনা মূল্যে এই আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন শুধু বাংলাদেশের দর্শক। ফিচার, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ সমসাময়িক ১০টি পোলিশ চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। ছবির তালিকায় রয়েছে ‘মার্সেল’, ‘ওয়্যারউলফ’, ‘রিসাইকেল’, ‘আয়রন ব্রিজ’, সুইট হোম’, ‘দ্য হোয়েল ফ্রম লরিনো’ ইত্যাদি।
আরও থাকছে খ্যাতনামা চলচ্চিত্রবোদ্ধাদের তত্ত্বাবধানে পোলিশ চলচ্চিত্রবিষয়ক লেকচার সেশন। একাডেমিক সেশনে থাকছে পোলিশ চিত্রগ্রাহক ওয়েরিনিকা বিলস্কার মাস্টার ক্লাস ‘সিনেমাটোগ্রাফি: উইমেন বিহাইন্ড দ্য ক্যামেরা’। এ ছাড়া থাকছে ভারতের চলচ্চিত্র তাত্ত্বিক, লেখক ও শিক্ষক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেকচার। সেশনগুলোয় ফ্রি রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন বাংলাদেশের সব সিনেমাপ্রেমী।
‘বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা’–এই বার্তা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ভিস্টুলা পোলিশ প্রথম চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২১’। উৎসব শুরু হবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। পাঁচ দিনব্যাপী এই উৎসবের অন্যতম আয়োজক বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। সহায়তা করছে পোল্যান্ডের পোলিশ ফিল্ম ইনস্টিটিউট। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর অনলাইন স্ট্রিমিং mojeekino.pl/en-এ বিনা মূল্যে এই আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন শুধু বাংলাদেশের দর্শক। ফিচার, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ সমসাময়িক ১০টি পোলিশ চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। ছবির তালিকায় রয়েছে ‘মার্সেল’, ‘ওয়্যারউলফ’, ‘রিসাইকেল’, ‘আয়রন ব্রিজ’, সুইট হোম’, ‘দ্য হোয়েল ফ্রম লরিনো’ ইত্যাদি।
আরও থাকছে খ্যাতনামা চলচ্চিত্রবোদ্ধাদের তত্ত্বাবধানে পোলিশ চলচ্চিত্রবিষয়ক লেকচার সেশন। একাডেমিক সেশনে থাকছে পোলিশ চিত্রগ্রাহক ওয়েরিনিকা বিলস্কার মাস্টার ক্লাস ‘সিনেমাটোগ্রাফি: উইমেন বিহাইন্ড দ্য ক্যামেরা’। এ ছাড়া থাকছে ভারতের চলচ্চিত্র তাত্ত্বিক, লেখক ও শিক্ষক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেকচার। সেশনগুলোয় ফ্রি রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন বাংলাদেশের সব সিনেমাপ্রেমী।
স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
২ ঘণ্টা আগেএক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগেগীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর। প্রথম গানেই পরিচিতি পান তিনি। এর পর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর লেখা ‘কথা কইয়ো না’। ইউটিউবে এখন পর্যন্ত ৯৩ মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি।
২ ঘণ্টা আগে২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
২ ঘণ্টা আগে