বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গত শুক্রবার প্রদর্শিত হয়েছে ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। স্বল্প খরচে নির্মিত সিনেমাগুলোতে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেছেন নির্মাতারা। এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী।
স্বপ্ন সিনেমা বানানো আর কপালে করপোরেট জব। ৯টা-৫টার চাকরির লুপে পড়ে কিংবা নিজেদের আলসেমির জন্য সিনেমাটা ঠিক বানিয়ে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে সাহস করে এই শহরের ১০ জন স্বপ্নবাজ তরুণ নেমে পড়েন স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জে। অবশেষে সেই চ্যালেঞ্জ পেরিয়ে গেলেন তাঁরা। তাই তো ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারসের পক্ষ থেকে এই আয়োজনের আমন্ত্রণপত্রে লেখা ছিল ‘আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। হঠাৎ আবিষ্কার করলাম আমরা এই কয়জন—বেঁচে আছি জীবনে একটা ফিল্ম বানাব বলে।’
এদিন প্রদর্শিত হয়েছে জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিব বানিয়েছেন ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ ও আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার টিমের মুখপাত্র শেখ কোরাশানী বলেন, ‘এমন অনেকে আছেন, চাকরি করলেও যাঁদের মনে সিনেমা বানানোর স্বপ্ন। এমন কয়েকটা ছেলেমেয়ে একসঙ্গে হলে যা হয় আর কী! চায়ের ব্রেকে, লাঞ্চ টাইমে বা কাজের ফাঁকে নিজেদের মধ্যে শুধু একটা টপিকেই কথা—জীবনে অন্তত একটা সিনেমা বানাব। এক সময় নিজেরাই বুঝতে পারলাম, শুরু না করলে কখনোই বানানো হবে না। অন্তত হাত তো পাকাতে হবে! তা ছাড়া, কয়েকজনের তো আগেই বানানোর অভিজ্ঞতা আছে। কোনো একদিন সিনেমা বানাব ঠিকই, আপাতত শর্টফিল্ম বানাই। এই ভাবনায় শুরু হয়েছে আমাদের প্রজেক্ট।’
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গত শুক্রবার প্রদর্শিত হয়েছে ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। স্বল্প খরচে নির্মিত সিনেমাগুলোতে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেছেন নির্মাতারা। এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী।
স্বপ্ন সিনেমা বানানো আর কপালে করপোরেট জব। ৯টা-৫টার চাকরির লুপে পড়ে কিংবা নিজেদের আলসেমির জন্য সিনেমাটা ঠিক বানিয়ে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে সাহস করে এই শহরের ১০ জন স্বপ্নবাজ তরুণ নেমে পড়েন স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জে। অবশেষে সেই চ্যালেঞ্জ পেরিয়ে গেলেন তাঁরা। তাই তো ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারসের পক্ষ থেকে এই আয়োজনের আমন্ত্রণপত্রে লেখা ছিল ‘আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। হঠাৎ আবিষ্কার করলাম আমরা এই কয়জন—বেঁচে আছি জীবনে একটা ফিল্ম বানাব বলে।’
এদিন প্রদর্শিত হয়েছে জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিব বানিয়েছেন ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ ও আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার টিমের মুখপাত্র শেখ কোরাশানী বলেন, ‘এমন অনেকে আছেন, চাকরি করলেও যাঁদের মনে সিনেমা বানানোর স্বপ্ন। এমন কয়েকটা ছেলেমেয়ে একসঙ্গে হলে যা হয় আর কী! চায়ের ব্রেকে, লাঞ্চ টাইমে বা কাজের ফাঁকে নিজেদের মধ্যে শুধু একটা টপিকেই কথা—জীবনে অন্তত একটা সিনেমা বানাব। এক সময় নিজেরাই বুঝতে পারলাম, শুরু না করলে কখনোই বানানো হবে না। অন্তত হাত তো পাকাতে হবে! তা ছাড়া, কয়েকজনের তো আগেই বানানোর অভিজ্ঞতা আছে। কোনো একদিন সিনেমা বানাব ঠিকই, আপাতত শর্টফিল্ম বানাই। এই ভাবনায় শুরু হয়েছে আমাদের প্রজেক্ট।’
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৫ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১০ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৮ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৯ ঘণ্টা আগে