মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে