মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে