বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এতে আরও আছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, মোস্তফা মনোয়ারসহ অনেকে।
পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। পরিচালক জানিয়েছেন, এ পর্যন্ত এটিই তাঁর সবচেয়ে বড় স্কেলের কাজ। গতকাল পোস্টার প্রকাশ করে গুলমোহরের অভিনয়শিল্পীদের নাম জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও। ১৪ মে রাত ১২টায় চরকিতে শুরু হবে গুলমোহরের স্ট্রিমিং।
গুলমোহর সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টালিউডের পাশাপাশি বলিউড ও দক্ষিণি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন শাশ্বত। গল্প শুনেই তিনি রাজি হয়ে যান গুলমোহর সিরিজে অভিনয় করতে। বাংলাদেশে শুটিং হবে জেনে কাজটির প্রতি আরও আগ্রহী হয়েছেন তিনি। শাশ্বত বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল বাংলাদেশে। শুনেই কাজ করতে রাজি হয়ে গেলাম।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘গুলমোহর একটি পরিবারের মধ্যকার বিশ্বাস-অবিশ্বাস আর রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছেন যে তাঁকে ম্যাজিশিয়ান বলতেই হয়।’
সিরিজের গল্প আরেকটু খোলাসা করলেন অভিনেত্রী সুষমা সরকার। তিনি বলেন, ‘ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তার চিত্র পাওয়া যাবে এখানে। শাওকীর গুলমোহর তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।
ক্ষমতা, লোভ, বিশ্বাস-অবিশ্বাস, সম্পর্ক, পরম্পরা–কর্মফলের মতো বিষয়গুলো জড়িয়ে আছে গুলমোহরের সঙ্গে, এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পীরা। নির্মাতার মুনশিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকদের সামনে, সেটাই এখন দেখার পালা।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এতে আরও আছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, মোস্তফা মনোয়ারসহ অনেকে।
পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। পরিচালক জানিয়েছেন, এ পর্যন্ত এটিই তাঁর সবচেয়ে বড় স্কেলের কাজ। গতকাল পোস্টার প্রকাশ করে গুলমোহরের অভিনয়শিল্পীদের নাম জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও। ১৪ মে রাত ১২টায় চরকিতে শুরু হবে গুলমোহরের স্ট্রিমিং।
গুলমোহর সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টালিউডের পাশাপাশি বলিউড ও দক্ষিণি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন শাশ্বত। গল্প শুনেই তিনি রাজি হয়ে যান গুলমোহর সিরিজে অভিনয় করতে। বাংলাদেশে শুটিং হবে জেনে কাজটির প্রতি আরও আগ্রহী হয়েছেন তিনি। শাশ্বত বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল বাংলাদেশে। শুনেই কাজ করতে রাজি হয়ে গেলাম।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘গুলমোহর একটি পরিবারের মধ্যকার বিশ্বাস-অবিশ্বাস আর রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছেন যে তাঁকে ম্যাজিশিয়ান বলতেই হয়।’
সিরিজের গল্প আরেকটু খোলাসা করলেন অভিনেত্রী সুষমা সরকার। তিনি বলেন, ‘ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তার চিত্র পাওয়া যাবে এখানে। শাওকীর গুলমোহর তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।
ক্ষমতা, লোভ, বিশ্বাস-অবিশ্বাস, সম্পর্ক, পরম্পরা–কর্মফলের মতো বিষয়গুলো জড়িয়ে আছে গুলমোহরের সঙ্গে, এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পীরা। নির্মাতার মুনশিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকদের সামনে, সেটাই এখন দেখার পালা।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে