ঢাকা: ভোটের প্রচারে উসকানিমূলক মন্তব্যের কারণে ভারতের হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পুলিশ।
সোমবার মিঠুন চক্রবর্তীকে ফের ভার্চ্যুয়াল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সোমবার সকালে হাজির থাকতে বলা হয় তাঁকে। কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সকালে নয়, বিকেলে ভার্চ্যুয়ালি মুখামুখি হলেন মিঠুন। গত শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উসকানিমূলক মন্তব্য করেছেন মিঠুন? জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’
মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘সব কটি মিঠুন অভিনীত সিনেমার ডায়ালগ। এবং সেগুলি সেনসর বোর্ডের পাস করানো সংলাপ। তা প্রকাশ্যে বলা কি অপরাধ!’ সরকারি আইনজীবীর অভিযোগ, ওই সব মন্তব্যের মাধ্যমে রাজ্যে ভোট–পরবর্তী হিংসা ছড়িয়েছেন মিঠুন।
ঢাকা: ভোটের প্রচারে উসকানিমূলক মন্তব্যের কারণে ভারতের হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পুলিশ।
সোমবার মিঠুন চক্রবর্তীকে ফের ভার্চ্যুয়াল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সোমবার সকালে হাজির থাকতে বলা হয় তাঁকে। কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সকালে নয়, বিকেলে ভার্চ্যুয়ালি মুখামুখি হলেন মিঠুন। গত শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উসকানিমূলক মন্তব্য করেছেন মিঠুন? জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’
মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘সব কটি মিঠুন অভিনীত সিনেমার ডায়ালগ। এবং সেগুলি সেনসর বোর্ডের পাস করানো সংলাপ। তা প্রকাশ্যে বলা কি অপরাধ!’ সরকারি আইনজীবীর অভিযোগ, ওই সব মন্তব্যের মাধ্যমে রাজ্যে ভোট–পরবর্তী হিংসা ছড়িয়েছেন মিঠুন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে