বিনোদন প্রতিবেদক
ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।
ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৬ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৩ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৬ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ মিনিট আগে