Ajker Patrika

স্রোতের বিপরীতে চলা বাঁধন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৫৩
স্রোতের বিপরীতে চলা বাঁধন

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘গুটি’তে সুলতানা নামের একজন ড্রাগ ডিলারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন।

মাদক ব্যবসায়ীদের মতো করে নিজের শরীরের সঙ্গে মাদক পরিবহনের মতো দুঃসাহসিক চরিত্রে অভিনয় করেছিলেন বাঁধন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনগুটির জন্য ওজন বাড়িয়েছিলেন। কোনো মেকআপও ব্যবহার করেননি। হাঁটায়ও পরিবর্তন এনেছিলেন। মানসিকভাবে নিজেকে পরিবর্তন করে নিজের মধ্যে একজন ড্রাগ ডিলারকে ধারণ করার মতো চ্যালেঞ্জিং কাজ করেছিলেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বাঁধন। প্রায়ই হাজির হন ভিন্ন ভিন্ন অবতারে। বিভিন্ন রঙের শাড়িতে হাজির হন তিনি।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।সময় পেলেই ঘুরতে ভালোবাসেন। সম্প্রতি তাঁর মেয়ে সায়রাকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশের বাইরে প্রিয় নায়াগ্রা জলপ্রপাত। দেশের ভেতরে ঘুরে বেড়ানোর জন্য বাঁধনের প্রিয় জায়গা কক্সবাজার।

মেয়ে সায়রা সঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন।বিশ্বের অনেক দেশে ঘোরা হলেও মূলত দেশে ঘুরতেই বেশি পছন্দ করেন। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে গ্রামের বাড়ি বাঁধনের ভীষণ পছন্দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত