Ajker Patrika

দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বিপাকে রাজকুমার ও ওয়ামিকার সিনেমা

বিনোদন ডেস্ক
সিনেমার পোস্টারে রাজকুমার, ওয়ামিকা ও সহশিল্পীরা। ছবি: ইনস্টাগ্রাম
সিনেমার পোস্টারে রাজকুমার, ওয়ামিকা ও সহশিল্পীরা। ছবি: ইনস্টাগ্রাম

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু হটেন ভুল চুক মাফের নির্মাতারা। বিরূপ পরিস্থিতির যুক্তি দেখিয়ে মুক্তির মাত্র দুই দিন আগে তাঁরা সিদ্ধান্ত নেন, প্রেক্ষাগৃহে নয়, ১৬ মে সরাসরি মুক্তি দেওয়া হবে ওটিটিতে। তাতেই খেপেছে মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।

ভুল চুক মাফের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ও আমাজন এমজিএম স্টুডিওসের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পিভিআর আইনক্স। সিনেমাটি ওটিটিতে মুক্তি যাতে স্থগিত করা হয়, সেই আবেদন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেই সঙ্গে ৬০ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করেছে তারা।

পিভিআর আইনক্সের অভিযোগ, সিনেমা হলে মুক্তির অন্তত আট সপ্তাহ পর ওটিটিতে মুক্তি দেওয়া হবে—প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এমনটাই চুক্তি ছিল তাদের। ভুল চুক মাফের মুক্তি উপলক্ষে বিভিন্ন স্থানে প্রমোশনও চালিয়েছে তারা। তবে অগ্রিম টিকিট বিক্রিতে অতটা সাড়া পাওয়া যাচ্ছিল না। প্রযোজনা প্রতিষ্ঠান তাই বিরূপ পরিস্থিতির সুবিধা নিয়ে চুক্তি লঙ্ঘন করে ওটিটিতে মুক্তি দিতে চাইছে। যেটা বেআইনি।

বোম্বে হাইকোর্ট দুই পক্ষের যুক্তি শুনেছেন। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সিনেমাটির ওটিটিতে মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে আইনি জটিলতার মুখে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বির ভুল চুক মাফ।

সায়েন্স ফিকশন–রোমান্টিক–কমেডি ঘরানার এ সিনেমায় রাজকুমার রাওকে দেখা যাবে রঞ্জন চরিত্রে, ওয়ামিকার চরিত্র তিতলিকে বিয়ে করার জন্য যে একেবারে পাগল। তবে তিতলির বাবার শর্ত, দুই মাসের মধ্যে সরকারি চাকরি জোগাড় করতে পারলে তবেই তার সঙ্গে বিয়ে দেবে। ঘটনাক্রমে চাকরি পেয়েও যায় রঞ্জন।

এগিয়ে আসে বিয়ের দিন। দুই পরিবারে প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু তারা আটকে যায় টাইম লুপে—কিছুতেই বিয়ের দিনটি আর আসে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রঞ্জন দেখে, বিয়ের আগের তারিখটিই ঘুরেফিরে আসছে প্রতিদিন। জ্যোতিষীর পরামর্শে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাইতে থাকে রঞ্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত