রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন।
গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।
এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার ছবিটি ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি ছবির সঙ্গে থাকুন।’
রুবেল আনুশ আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক, তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস জোগাচ্ছে।’
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এ ছাড়া আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, এ কে আজাদ সেতু, শিমুল খান।
ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহপ্রযোজক রেড পিকচার্স।
রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন।
গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।
এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার ছবিটি ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি ছবির সঙ্গে থাকুন।’
রুবেল আনুশ আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক, তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস জোগাচ্ছে।’
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এ ছাড়া আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, এ কে আজাদ সেতু, শিমুল খান।
ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহপ্রযোজক রেড পিকচার্স।
সালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
৩ ঘণ্টা আগেদুই যুগের বেশি একসঙ্গে আছেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাঁদের। শোবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তাঁরা। এ থেকে অনেকে ধরে নেন, ভালো নেই জাহিদ-মৌর সংসার।
৫ ঘণ্টা আগেনাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে। তবে অভিজ্ঞতা একবারেই সুখকর হয়নি। ১ লাখ ২৩ হাজার টাকায় গরু বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু রইস উদ্দিন হাতে পেয়েছিলেন জাল নোট।
৫ ঘণ্টা আগে