জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে