Ajker Patrika

ডিসেম্বরে আসছে আয়ুষ্মানের নতুন সিনেমা

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২১: ৪৯
ডিসেম্বরে আসছে আয়ুষ্মানের নতুন সিনেমা

আন্ধাধুন খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’ আসছে শিগগিরই। স্থানীয় সময় আজ শুক্রবার নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, আয়ুষ্মান খুরানা ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘অ্যান অ্যাকশন হিরো’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ২ ডিসেম্বর। 
 
আয়ুষ্মান খুরানাও তাঁর ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। কিছুটা অস্পষ্ট পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘২০২২ সালের ২ ডিসেম্বর পর্যন্ত অস্পষ্ট থাকুন।’ 

প্রযোজক আনন্দ এল রাই বলেন, ‘কালার ইয়েলো প্রোডাকশন সব সময়ই দর্শকদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসতে উদ্‌গ্রীব। “অ্যান অ্যাকশন হিরো” সিনেমার রোমাঞ্চকর এই যাত্রায় প্রিয় দুই অভিনেতা আয়ুষ্মান এবং জয়দীপকে পেয়ে আমি খুশি।’ 

লন্ডনে শুটিংয়ে ‘অ্যান অ্যাকশন হিরো’ টিম। ছবি: ইনস্টাগ্রামপ্রযোজক ভূষণ কুমার লিখেছেন, ‘ “অ্যান অ্যাকশন হিরো” এর পুরো টিম কঠোর পরিশ্রম করেছে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেছি এবং অন্য সবার মতো স্ক্রিনে দেখার জন্য অপেক্ষা করছি আমরা! ২ ডিসেম্বর সিনেমা হলে দেখা হবে!’ 

ছবির নির্মাতা অনিরুদ্ধ আইয়ার জানান, ‘আয়ুষ্মান এবং জয়দীপের সাথে “অ্যান অ্যাকশন হিরো” বেশ ফলপ্রসূ কাজ হয়েছে। দুজনেই দুর্দান্ত অভিনেতা। আমাদের কী বানিয়েছি, তা দেখানোর জন্য আর তর সইছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত