ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
সিনেমার গল্প মনোবিদ অর্ক রহমানকে ঘিরে। স্ত্রী সুমিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় সে। কিন্তু অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে অর্ক। অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করে, খুনটা অর্ক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে জবানবন্দিও দেয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে সাইফ। অর্ককে নির্দোষ প্রমাণ করে সে। প্রশ্ন থেকে যায়, সুমিকে খুন করেছে কে? নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বেরিয়ে আসে অর্ক। আর তার পরেই প্রকাশ পায় নির্মম এক সত্য।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার সিনেমা। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে সন্দেহবাতিক। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’
ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
সিনেমার গল্প মনোবিদ অর্ক রহমানকে ঘিরে। স্ত্রী সুমিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় সে। কিন্তু অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে অর্ক। অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করে, খুনটা অর্ক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে জবানবন্দিও দেয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে সাইফ। অর্ককে নির্দোষ প্রমাণ করে সে। প্রশ্ন থেকে যায়, সুমিকে খুন করেছে কে? নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বেরিয়ে আসে অর্ক। আর তার পরেই প্রকাশ পায় নির্মম এক সত্য।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার সিনেমা। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে সন্দেহবাতিক। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
৯ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১৯ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
২০ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
২০ ঘণ্টা আগে