Ajker Patrika

রহমত উল্ল্যাহকে ‘বাটপার’ বললেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রহমত উল্ল্যাহকে ‘বাটপার’ বললেন শাকিব খান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। তাঁর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে শাকিব খান রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন। রহমত উল্ল্যাহ তাঁকে হয়রানি করেছেন এবং চাঁদা দাবি করেছেন বলেও তিনি অভিযোগ করেন। 

এর আগে শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতিসাধনের অভিযোগ করেন তিনি। 

আজ রোববার প্রায় পাঁচ ঘণ্টা শাকিব খান ডিবি কার্যালয়ে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘বাটপার রহমত উল্ল্যাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে, দেশের এমন লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’ 

শাকিব খান বলেন, ‘ভুয়া প্রযোজক নামধারী রহমত উল্ল্যাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও গুলশান থানার ওসি আমার মামলাটি নেয়নি। আমার বিরুদ্ধে ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। এ জন্য আমি আজ বিষয়টি ডিবি কর্মকর্তাদের জানিয়েছি।’ 

শাকিব খান আরও বলেন, ‘ডিবি প্রধান আমার সব কথা গুরুত্ব দিয়ে শুনেছেন, সকল তথ্য প্রমাণ তিনি দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, এই প্রতারককে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনবেন।’ 

শাকিব খান চলে যাওয়ার পর তাঁর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, তিনি একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। এতে তিনি বলেছেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক নন। প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা কথা ও প্রোপাগান্ডা ছড়িয়েছেন। 

হারুন অর রশীদ বলেন, ‘আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান। আমরা তদন্ত করে দেখব। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

এর আগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত