বিনোদন প্রতিবেদক, ঢাকা
তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, শিগগিরই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা জানালেন, কোরবানির ঈদের পরে উড়াল মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা।
কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তাঁরও এটি প্রথম কাজ।
তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘এই সিনেমার গল্প যখন চূড়ান্ত হয়, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম নতুনদের নিয়ে কাজ করার। মূলত গল্পের কারণেই তরুণ অভিনয়শিল্পীদের নেওয়া। পরিচিত শিল্পী নিলে হয়তো আমরা অনেক সুবিধা পেতাম। কিন্তু আমরা চেয়েছি পর্দায় তাঁদের দেখলে যেন দর্শক চরিত্রটিকেই দেখেন। পরিচিত শিল্পী হলে তেমনটা হওয়া কঠিন।’
ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।
অভিনয়শিল্পী বাছাই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমায় আঞ্চলিক ভাষার ব্যবহার আছে। চেষ্টা করেছি যে এলাকার গল্প সেখানে শুটিং করার। তাই সেখানকার স্থানীয় নাট্যদল থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়েছে। আর যাঁরা কেন্দ্রীয় চরিত্রে আছেন তাঁদের গ্রুমিং করানো হয়েছে। এটা যেহেতু বন্ধুত্বের গল্প, তাই গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মাঝে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তাঁরা একসঙ্গে থেকেছেন, ভাগ করে খাবার খেয়েছেন। পর্দায় বন্ধুত্বের সেই রসায়নটা দেখতে পাবেন দর্শকেরা।’
শুটিং অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞতা। সবাই যেহেতু নতুন, তাই পুরো প্রক্রিয়াটা আগে বোঝাতে হয়েছে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল। শুটিংয়ে বিলাসিতার কোনো সুযোগ ছিল না। তবে, সবার মধ্যেই ভালো করার আগ্রহ ছিল। সবার সহযোগিতায় আমরা একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দর্শকের দেখার পালা। তাঁদের ভালো লাগলেই আমরা সার্থক।’
ঈদের পরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানান নির্মাতা। বন্ধুত্বের গল্পের সিনেমা বলে বন্ধু দিবসেও মুক্তি দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।
তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, শিগগিরই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা জানালেন, কোরবানির ঈদের পরে উড়াল মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা।
কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তাঁরও এটি প্রথম কাজ।
তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘এই সিনেমার গল্প যখন চূড়ান্ত হয়, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম নতুনদের নিয়ে কাজ করার। মূলত গল্পের কারণেই তরুণ অভিনয়শিল্পীদের নেওয়া। পরিচিত শিল্পী নিলে হয়তো আমরা অনেক সুবিধা পেতাম। কিন্তু আমরা চেয়েছি পর্দায় তাঁদের দেখলে যেন দর্শক চরিত্রটিকেই দেখেন। পরিচিত শিল্পী হলে তেমনটা হওয়া কঠিন।’
ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।
অভিনয়শিল্পী বাছাই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমায় আঞ্চলিক ভাষার ব্যবহার আছে। চেষ্টা করেছি যে এলাকার গল্প সেখানে শুটিং করার। তাই সেখানকার স্থানীয় নাট্যদল থেকে ওয়ার্কশপের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়েছে। আর যাঁরা কেন্দ্রীয় চরিত্রে আছেন তাঁদের গ্রুমিং করানো হয়েছে। এটা যেহেতু বন্ধুত্বের গল্প, তাই গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মাঝে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তাঁরা একসঙ্গে থেকেছেন, ভাগ করে খাবার খেয়েছেন। পর্দায় বন্ধুত্বের সেই রসায়নটা দেখতে পাবেন দর্শকেরা।’
শুটিং অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞতা। সবাই যেহেতু নতুন, তাই পুরো প্রক্রিয়াটা আগে বোঝাতে হয়েছে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল। শুটিংয়ে বিলাসিতার কোনো সুযোগ ছিল না। তবে, সবার মধ্যেই ভালো করার আগ্রহ ছিল। সবার সহযোগিতায় আমরা একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দর্শকের দেখার পালা। তাঁদের ভালো লাগলেই আমরা সার্থক।’
ঈদের পরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানান নির্মাতা। বন্ধুত্বের গল্পের সিনেমা বলে বন্ধু দিবসেও মুক্তি দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে