Ajker Patrika

প্রসেনজিতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন ঋতুপর্ণা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৬
প্রসেনজিতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন ঋতুপর্ণা

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল ছবি। উত্তম-সুচিত্রা জুটির পর প্রসেনজিৎ-ঋতুপর্ণাই বাংলা সিনেমায় সবচেয়ে চর্চিত অনস্ক্রিন জুটি। দুজনের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও একটা সময় ইন্ডাস্ট্রির অন্দরে কম চর্চা হয়নি। আজ (শনিবার) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬১তম জন্মদিন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

পুরোনো একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার অনুভূতি। তোমার সঙ্গ পাওয়াটা হলো জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’

একসঙ্গে ৪৯টি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, যার মধ্যে ৪৭টি মুক্তি পেয়েছে ২০০০ সালের মধ্যে।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল—এমন অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন শ্রীলেখা মিত্র। এ ব্যাপারে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীতমনোমালিন্যের জেরে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করেন এই সুপারহিট জুটি। সেই সিনেমাও ব্লকবাস্টার। পরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা গেছে তাঁদের।

এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যস্ত নিজের পুজোয় রিলিজ ‘দশম অবতার’-এর প্রচারে। এই ছবিতে আবারও একবার সৃজিতের সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে বক্স অফিসে সদ্যই মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘এ বিউটিফুল লাইফ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত