অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে