সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।
কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।
আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।
আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।
সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’
‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।
সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।
কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।
আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।
আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।
সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’
‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৯ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৯ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৯ ঘণ্টা আগে