Ajker Patrika

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন সিনেমার নির্মাতা ও প্রযোজকের সঙ্গে শাকিব খান। ছবি: নির্মাতার সৌজন্যে
নতুন সিনেমার নির্মাতা ও প্রযোজকের সঙ্গে শাকিব খান। ছবি: নির্মাতার সৌজন্যে

‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই শাকিব খানের নতুন সিনেমা নিয়ে গুঞ্জন চলছে। নির্মাতা হিসেবে শোনা যাচ্ছিল রায়হান রাফী, মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ বেশ কয়েকজনের নাম। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব। নির্মাতা হিসেবে বেছে নিলেন আবু হায়াত মাহমুদকে। অ্যাকশন ঘরানার এই সিনেমা ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। সে সময় নায়কের নাম ঘোষণা না দিলেও গুঞ্জন শোনা গিয়েছিল, এতে অভিনয় করবেন মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ। কয়েক দিন ধরে নতুন গুঞ্জন ছড়ায়, নব্বইয়ের দশকের অপরাধজগতের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। গুঞ্জন সত্যি হলো। গত ২ জুলাই আবু হায়াত মাহমুদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তবে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নয়, তাঁকে দেখা যাবে ভিন্ন গল্পের এক সিনেমায়। আজকের পত্রিকাকে এমনটাই জানালেন নির্মাতা।

আবু হায়াত মাহমুদ জানান, নতুন এই সিনেমার সঙ্গে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার কোনো সম্পর্ক নাই। নতুন গল্পের কোনো মিলও থাকবে না। ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে এটি। অ্যাকশনের সঙ্গে এ সিনেমায় একটি মানবিক গল্প থাকবে বলে জানান নির্মাতা।

জানা গেছে আগামী অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগামী বছরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। এখন চলছে অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্তের কাজ। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত