একই মাসে মুক্তি পাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দুটি চলচ্চিত্র। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন আবু হুরায়রা তানভীর।
অন্যদিকে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ঐশী অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’। এই ছবিতে ঐশী নায়িকা হয়েছেন চিত্রনায়ক শুভর। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে।
‘মিশন এক্সট্রিম’ পুলিশি অ্যাকশন ছবি। অন্যদিকে ‘রাতা জাগা ফুল’ সরকারি অনুদানের ছবি। দুটো ছবি নিয়েই ঐশীর প্রত্যাশা অনেক।
ঐশী বলেন, ‘একই মাসে দুটি ছবি মুক্তি যেমন আনন্দের, তেমনি একটু টেনশনের। দুটি ছবি নিয়েই আমার প্রত্যাশা অনেক। আমি মনে করি, দুটি ছবিই ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান আরও শক্ত করবে।’
অভিনেতা মীর সাব্বির নাট্যপরিচালক হিসেবে সফল। প্রথমবার সরকারি অনুদানের ছবি নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। পরিচালনার পাশাপাশি থ্রিলার ও রোমান্টিক ধারার ‘রাত জাগা ফুল’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। সহ-প্রযোজনার পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
একই মাসে মুক্তি পাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দুটি চলচ্চিত্র। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন আবু হুরায়রা তানভীর।
অন্যদিকে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ঐশী অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’। এই ছবিতে ঐশী নায়িকা হয়েছেন চিত্রনায়ক শুভর। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে।
‘মিশন এক্সট্রিম’ পুলিশি অ্যাকশন ছবি। অন্যদিকে ‘রাতা জাগা ফুল’ সরকারি অনুদানের ছবি। দুটো ছবি নিয়েই ঐশীর প্রত্যাশা অনেক।
ঐশী বলেন, ‘একই মাসে দুটি ছবি মুক্তি যেমন আনন্দের, তেমনি একটু টেনশনের। দুটি ছবি নিয়েই আমার প্রত্যাশা অনেক। আমি মনে করি, দুটি ছবিই ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান আরও শক্ত করবে।’
অভিনেতা মীর সাব্বির নাট্যপরিচালক হিসেবে সফল। প্রথমবার সরকারি অনুদানের ছবি নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। পরিচালনার পাশাপাশি থ্রিলার ও রোমান্টিক ধারার ‘রাত জাগা ফুল’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। সহ-প্রযোজনার পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৬ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৪ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৭ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২১ মিনিট আগে