বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।
প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।
ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।
সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
দেখুন আলোচিত সেই ভিডিও:
পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।
প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।
ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।
সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
দেখুন আলোচিত সেই ভিডিও:
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৭ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৭ ঘণ্টা আগে