Ajker Patrika

সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন দীপিকা

আপডেট : ২১ মে ২০২৪, ১৪: ২১
সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন দীপিকা

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। মা হওয়ার কথা ঘোষণা করার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। আর এসেই সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিতে বা এয়ারপোর্টে নায়িকাকে কয়েকবার দেখা গেলেও প্রথমবারের মতো প্রকাশ্যে তাঁর বেবি বাম্প।

গতকাল সোমবার রণবীর সিংয়ের হাত ধরে লোকসভা নির্বাচনের ভোট দিতে এসেছিলেন তিনি। আর তখনই স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্প। আর এতেই উড়ে গেল সারোগেসির গুঞ্জন।

কদিন আগেই ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং থেকে ভাইরাল হয় দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিং। নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত হয় নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে প্রশ্নও তোলেন, দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়নি। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবি বাম্প বোঝা যায়নি।

রণবীর-দীপিকা। ছবি: সংগৃহীতরণবীর হাত ধরে দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছেন, নায়িকাও খুব সাবধানে হাঁটছেন—এমন একটা ভিডিও হয়েছে ভাইরাল। আর তাতেই খুশি অনুরাগীরা। দীপিকা-রণবীরের সন্তান হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। দীপিকা পাড়ুকোনকে সামলে ভোটকেন্দ্রের পথে রণবীর সিংয়ের আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল সারোগেসি নিয়ে। অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। সেই চর্চাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেমে যায়।

দীপিকা-রণবীর দুজনকে এদিন সাদা শার্ট আর জিনসে দেখা গেছে। স্টার কাপলকে দেখে এক নেটিজেন লেখেন, ‘দীপিকা আর পাঁচজন হবু মায়ের মতোই হিল পরা ছেড়ে দিয়েছেন। রিলেট করতে পারছি।’ অন্য একজন লেখেন, ‘খুব ভালো হোক এই দম্পতির। দীপিকার বেবি বাম্প দেখে মনটা ভালো হয়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত