সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৯ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৯ ঘণ্টা আগে