সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
সোমবার দিবাগত মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে রাজের এসব ভিডিও নিয়ে চলছে সমালোচনা। কারণ, ভিডিওগুলোতে শোবিজের এই চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
এসব ভিডিও ফাঁস হওয়ার পেছনে রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির হাত আছে বলে অভিযোগ করেছেন সুনেরাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। উল্টো সুনেরাহকে একহাত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইটই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এসব বলার। রাজ তো পাঁচ দিন ধরে ওর কাছে থাকে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ওর ফোন থেকে দিয়ে দেব ছবিগুলো?’
এ ঘটনায় সুনেরাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীমণি। তিনি বলেন, ‘এই মেয়ে কী চায়? বেয়াদব মহিলা। রাজই আমার কাছে নাই, রাজের ফোন কোত্থেকে আসবে আমার কাছে! আর এগুলা আমি কেন করতে যাব, এত লেইম জিনিসপত্র? ওর নাকি এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখে নাই। আর এখন হঠাৎ করে আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো পাঁচ দিন ধরে আমার কাছে থাকে না। ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে। কেন থাকে?’
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে