Ajker Patrika

প্রথমবার অনুদানের সিনেমায় নাজিফা তুষি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রাম
নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রাম

২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায় অভিনয় করছেন তুষি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ‘রইদ’ নামের ওই সিনেমার। এর আগেই জানা গেল, সরকারি অনুদানের ‘সখী রঙ্গমালা’ সিনেমায় যুক্ত হয়েছেন তুষি। এটিই তাঁর প্রথম অনুদানের সিনেমা।

কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২৩-২৪ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন এন রাশেদ চৌধুরী। এর আগে সরকারি অনুদানে এই নির্মাতা বানিয়েছেন ‘চন্দ্রাবতী কথা’। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতে রঙ্গমালা চরিত্রে দেখা যাবে নাজিফা তুষিকে। ইতিমধ্যে শেষ করেছেন প্রথম লটের শুটিং।

নতুন সিনেমা নিয়ে তুষি বলেন, ‘এ রকম ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটি চরিত্র হতে পারাটা আনন্দের। প্রায় দুই শ বছর আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, কাজটা আমার করা উচিত।’

সখী রঙ্গমালা সিনেমায় আরও অভিনয় করছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শিগগিরই সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে সখী রঙ্গমালা প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত