Ajker Patrika

এই প্রথম ছেলেকে দেখতে জেলে শাহরুখ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ২৫
এই প্রথম ছেলেকে দেখতে জেলে শাহরুখ

জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেপ্তারের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন এই অভিনেতা। আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি ছোট কালো কাচের আড়াল দেওয়া গাড়িতে।

শাহরুখ খানজিন্স, টি-শার্ট পরেই আর্থার রোড জেলে পৌঁছান বলিউড বাদশা। চোখে ছিল রোদচশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোসাংবাদিকদের দিকে একবারও না তাকিয়ে সোজা আর্থার রোড জেলের ভেতরে যান শাহরুখ খান।

শাহরুখ খান২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খানকে আটক করা হয়। ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আদালতে একাধিকবার জামিনের আবেদন করেছেন আরিয়ানের আইনজীবী। কিন্তু তা মেলেনি।

বুধবার আদালতে আরিয়ানের জামিন নামঞ্জুর হওয়ার পরই বম্বে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। আজ বৃহস্পতিবারও হাইকোর্টে আরিয়ানের জামিনের মামলার শুনানি হবে। এদিন শাহরুখপুত্রের জামিন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত