বিনোদন ডেস্ক
গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।
গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাঁকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।
তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।
এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।
গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।
গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাঁকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।
তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।
এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে