Ajker Patrika

পুত্র আরিয়ানের পরিচালনায় এবার শাহরুখ, সঙ্গে রণবীর

পুত্র আরিয়ানের পরিচালনায় এবার শাহরুখ, সঙ্গে রণবীর

শাহরুখ–গৌরী বেশ কয়েকবারই জানিয়েছেন পুত্র আরিয়ান ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী। এবার এর বাস্তবায়ন ঘটিয়ে ওটিটিতে আসছে তাঁর প্রথম সিরিজ। ‘স্টারডম’ শিরোনামের ৬ পর্বের সিরিজটিতে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা গেছে প্রধান চরিত্রে নয় ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ-রণবীরের। তবে ছয় পর্বে ভাগ করা সিরিজটিতে শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে আলাদা দুটি পর্বে। ছোট চরিত্রে হলেও দুজনেই বেশ উৎসাহ দিচ্ছেন আরিয়ানকে।

আরিয়ান খানের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে গৌরী খান জানিয়েছিলেন তাঁর ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের তারিখ পাওয়া সহ হলেও, আরিয়ান খানের তারিখ পাওয়া এখন আর সহজ বিষয় নয়। পরিবারের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের তারিখ।

কয়েক দিন আগে আরিয়ান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তাঁর চিত্রনাট্য তৈরির কাজ। জানিয়েছিলেন শিগগিরই শুরু হবে শুটিং।

তবে অনেক চেষ্টাতে করেও অভিনেতা হয়েছে আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পেছনেই কাজ করতে চেয়েছেন সব সময়ই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত