৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল হাজির হয় মান্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে এনসিবির কর্মকর্তারা জানান, তল্লাশি নয়, তদন্তের খাতিরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এসবের মধ্যে আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনো আড়ম্বর থাকবে না। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ-বিদেশের দূর-দূরন্ত থেকে মানুষ এসে জড়ো হন মান্নতের সামনে। ভক্তদের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন
৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল হাজির হয় মান্নতে। মিনিট পনেরো সেখানে ছিলেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে এনসিবির কর্মকর্তারা জানান, তল্লাশি নয়, তদন্তের খাতিরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এসবের মধ্যে আগামী ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখছেন কিং খান। তবে এবারের জন্মদিনে কোনো আড়ম্বর থাকবে না। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নতের সামনে ভিড় করেন ভক্তরা। দেশ-বিদেশের দূর-দূরন্ত থেকে মানুষ এসে জড়ো হন মান্নতের সামনে। ভক্তদের সামনে হাত নেড়ে অভিবাদন জানান শাহরুখ।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে