Ajker Patrika

আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
সালমান খান ও আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
সালমান খান ও আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

⊲ বছরজুড়েই হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। গত ১৪ এপ্রিল তাঁর বাসার বাইরে গুলি চালান দুজন আততায়ী। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে।

⊲ গত বছরের মতো এ বছরও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে। এই গুঞ্জন আরও জোরালো হয় মেয়ে আরাধ্যর জন্মদিনে অভিষেকের অনুপস্থিতির খবর চাউর হওয়ার পর। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি অভিষেক ও ঐশ্বরিয়া।

⊲ নভেম্বরে অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও সুরকার এ আর রাহমান ও সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা আসে। এর পর জানা যায় এ আর রহমানের বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। গুঞ্জন ছড়ায় মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রহমান-সায়রার। যদিও এমন গুঞ্জনে বিরক্তি প্রকাশ করেছে দুপক্ষই।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

⊲ ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন। ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হলে এক রাত হাজতে কাটিয়ে জামিনে ঘরে ফেরেন আল্লু।

⊲ ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। এ তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত একটি সিনেমার ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহারের ইচ্ছা প্রকাশ করলে তাতে সায় না দিয়ে নয়নতারাকে আইনি নোটিশ পাঠান ধানুশ। শেষ পর্যন্ত সেই দৃশ্য বাদ না দিয়েই তথ্যচিত্রটি মুক্তি দেন নয়নতারা। এরপর নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশের নামে মামলা ঠুকে দেন ধানুশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত