সপ্তাহখানেক ধরে ‘রাক্ষস’ সিনেমা নিয়ে সমালোচনা চলছে বলিউড থেকে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। বড় বাজেটের এই দক্ষিণী সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মা, প্রযোজনায় মিথরি মুভি মেকার্স। কয়েক দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর, সিনেমাটা ছেড়ে বেরিয়ে গেছেন রণবীর সিং। এতে প্রযোজকের বহু কোটি রুপির ক্ষতি হয়েছে বলে সমালোচনা শুরু হয়ে যায়। এবার সেই সমালোচনা বন্ধ করতে বিবৃতি দিলেন প্রশান্ত আর রণবীর।
বিবৃতিতে রণবীর সিং বলেন, ‘প্রশান্ত খুব প্রতিভাবান পরিচালক। আমরা দেখা করেছিলাম, একসঙ্গে কী কাজ করা যায় সেটা এক্সপ্লোর করার জন্য। আশা করছি, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’
প্রশান্ত এ প্রসঙ্গে বলেন, ‘রণবীরের মতো এনার্জি আর প্রতিভা বিরল। আমরা আগামী দিনে একসঙ্গে একটা কাজ করার চেষ্টা করব।’
যদিও এমন বিবৃতি আসার পরও রণবীরকে ঘিরে যে সমালোচনা শুরু হয়েছিল, সেটা ধামাচাপা পড়ছে না। একজন নেটিজেন লিখেছেন, ‘প্রশান্তর সঙ্গে রণবীর সিং সিনেমা করছেন না এখনই, সেটা স্পষ্ট হলো। কিন্তু কোন সিনেমা করছেন তিনি? ২০২৫-এ রণবীরের কোনো সিনেমা কি মুক্তি পাবে?’
এ বছর রণবীর সিংয়ের আর কোনো সিনেমার মুক্তি নেই। কোনো সিনেমার শুটিং শুরু হবে, সেরকম খবরও নেই। সেপ্টেম্বর মাসে তিনি বাবা হবেন। সে কারণে কাজ থেকে বিরতি নেবেন, এমনটা জানিয়েছেন।
আবার রণবীর সিং যে ‘ডন থ্রি’ করছেন, সেই খবরে খুশি হননি শাহরুখ খানের অনুরাগীদের একাংশ। একজন নেটিজেন লিখেছেন, ‘রণবীর সিং মূলত হিট পেয়েছেন সঞ্জয় লীলা বানসালির হাত ধরে। এবার সঞ্জয়ের সিনেমায় কাজ করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাই রণবীর সিং আবার কবে ব্লকবাস্টার দখলে আনতে পারবেন, তা নিয়ে সংশয় আছে। সব মিলিয়ে পেশাগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতার।
সপ্তাহখানেক ধরে ‘রাক্ষস’ সিনেমা নিয়ে সমালোচনা চলছে বলিউড থেকে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। বড় বাজেটের এই দক্ষিণী সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মা, প্রযোজনায় মিথরি মুভি মেকার্স। কয়েক দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর, সিনেমাটা ছেড়ে বেরিয়ে গেছেন রণবীর সিং। এতে প্রযোজকের বহু কোটি রুপির ক্ষতি হয়েছে বলে সমালোচনা শুরু হয়ে যায়। এবার সেই সমালোচনা বন্ধ করতে বিবৃতি দিলেন প্রশান্ত আর রণবীর।
বিবৃতিতে রণবীর সিং বলেন, ‘প্রশান্ত খুব প্রতিভাবান পরিচালক। আমরা দেখা করেছিলাম, একসঙ্গে কী কাজ করা যায় সেটা এক্সপ্লোর করার জন্য। আশা করছি, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’
প্রশান্ত এ প্রসঙ্গে বলেন, ‘রণবীরের মতো এনার্জি আর প্রতিভা বিরল। আমরা আগামী দিনে একসঙ্গে একটা কাজ করার চেষ্টা করব।’
যদিও এমন বিবৃতি আসার পরও রণবীরকে ঘিরে যে সমালোচনা শুরু হয়েছিল, সেটা ধামাচাপা পড়ছে না। একজন নেটিজেন লিখেছেন, ‘প্রশান্তর সঙ্গে রণবীর সিং সিনেমা করছেন না এখনই, সেটা স্পষ্ট হলো। কিন্তু কোন সিনেমা করছেন তিনি? ২০২৫-এ রণবীরের কোনো সিনেমা কি মুক্তি পাবে?’
এ বছর রণবীর সিংয়ের আর কোনো সিনেমার মুক্তি নেই। কোনো সিনেমার শুটিং শুরু হবে, সেরকম খবরও নেই। সেপ্টেম্বর মাসে তিনি বাবা হবেন। সে কারণে কাজ থেকে বিরতি নেবেন, এমনটা জানিয়েছেন।
আবার রণবীর সিং যে ‘ডন থ্রি’ করছেন, সেই খবরে খুশি হননি শাহরুখ খানের অনুরাগীদের একাংশ। একজন নেটিজেন লিখেছেন, ‘রণবীর সিং মূলত হিট পেয়েছেন সঞ্জয় লীলা বানসালির হাত ধরে। এবার সঞ্জয়ের সিনেমায় কাজ করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তাই রণবীর সিং আবার কবে ব্লকবাস্টার দখলে আনতে পারবেন, তা নিয়ে সংশয় আছে। সব মিলিয়ে পেশাগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতার।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে