Ajker Patrika

অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০: ১১
অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। 

কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের। 

অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যুএদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। 

প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি। 

কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত