ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।
কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।
ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।
কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে