অভিষেক বচ্চনের সঙ্গে নিমরাত কৌরের প্রেমর গুঞ্জনের চর্চায় মুখর বলিউডসহ সামাজিক মাধ্যম। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণের তীর এই অভিনেত্রীর দিকেই। এরই মধ্যে ইনস্টাগ্রামে রিল শেয়ার করে যেন বোমা ফাটালেন নিমরাত, যা রীতিমতো হতবাক করেছে নেটিজেনদের।
ওই ভিডিওতে নিমরাত বলেন, ‘লোকে দেখবে, আর জ্বলবে।’ নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, রিলসের মধ্যে দিয়েই যেন এর জবাব দিলেন অভিনেত্রী।
২০২২ সালে মুক্তি পায় অভিষেক-নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু; এমন গুঞ্জন চাউর হয়। শোনা যায়, সিনেমার শুটিং-এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। আর এর জেরেই ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে এতেও দূরত্ব কমেনি এই দম্পতির।
এদিকে নিমরাতের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্প্রতি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছে। তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত এ কারণে এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত।’
তিনি এ-ও জানান, অভিষেকের সঙ্গে নিমরাতের প্রেমের খবর একেবারেই ভুয়া। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।
সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরাত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। অভিষেকের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা না বললেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।
অভিষেক বচ্চনের সঙ্গে নিমরাত কৌরের প্রেমর গুঞ্জনের চর্চায় মুখর বলিউডসহ সামাজিক মাধ্যম। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণের তীর এই অভিনেত্রীর দিকেই। এরই মধ্যে ইনস্টাগ্রামে রিল শেয়ার করে যেন বোমা ফাটালেন নিমরাত, যা রীতিমতো হতবাক করেছে নেটিজেনদের।
ওই ভিডিওতে নিমরাত বলেন, ‘লোকে দেখবে, আর জ্বলবে।’ নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, রিলসের মধ্যে দিয়েই যেন এর জবাব দিলেন অভিনেত্রী।
২০২২ সালে মুক্তি পায় অভিষেক-নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু; এমন গুঞ্জন চাউর হয়। শোনা যায়, সিনেমার শুটিং-এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। আর এর জেরেই ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে এতেও দূরত্ব কমেনি এই দম্পতির।
এদিকে নিমরাতের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্প্রতি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছে। তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত এ কারণে এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত।’
তিনি এ-ও জানান, অভিষেকের সঙ্গে নিমরাতের প্রেমের খবর একেবারেই ভুয়া। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।
সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরাত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। অভিষেকের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা না বললেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২০ ঘণ্টা আগে