ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
ভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
শীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।
ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।
শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
ভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’
‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।
শীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১২ ঘণ্টা আগে