Ajker Patrika

এমনও কষ্টের দিন ছিল ভিকির

এমনও কষ্টের দিন ছিল ভিকির

ছোটবেলায় দশ বাই দশ ফুট মাপের একটি ঘরে থাকতেন অভিনেতা ভিকি কৌশল। এক সাক্ষাৎকারে তা নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্লকবাস্টার উড়ি ছবির এই অভিনেতা। ডিসকভারি প্লাসের অ্যাডভেঞ্চার শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’র একটি পর্বে উপস্থিত হয়ে ভিকি বলেন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেখানে ‘কোন আলাদা রান্নাঘর বা বাথরুম ছিল না’। শুক্রবার প্রিমিয়ার হবে এই এপিসোড।

শোতে এসে ভিকি বলেন, ‘এমন একটি বাড়িতে বড় হয়েছি যা বলতে গেলে এখনকার দিনে যে বস্তিঘর তার থেকে কিছুটা বড় আকারের। একটি ১০ ​​বাই ১০ ঘর, যেখানে আলাদা বাথরুম ছিল না। পরিবারের সকলে মিলে এক বাথরুম ব্যবহার করেছি। রান্না ঘর ছিল খুবই ছোট। পরিবারের সকলের জন্য আলাদা রুম ছিলো না। সেখানেই আমার জন্ম। এবং সেখান থেকেই আমার পরিবারিক যাত্রা শুরু হয়েছে। আমি পরিবারের সঙ্গে প্রতিটা ধাপ পাড় করে এসেছি। আমি মনে করি কষ্টের ওইদিনগুলো আমাকে একজন আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’

ভিকি কৌশলভারত মহাসাগরে অভিযান শুরু করার আগে অভিনেতা বলেন, ‘গভীর জলের প্রতি আমার একটা বিরাট ভয় রয়েছে। আমি আসলে জীবনে কখনও সমুদ্রের জলের নীচে যাইনি। এমনকি অগভীর সমুদ্রের জল বা গভীর সমুদ্রের জলও নয়। কখনোই না! যদিও আমরা সমুদ্রের জলে যাচ্ছি। এটা আমি প্রথমবার করতে যাচ্ছি এবং আশা করি আমার ভয় দূর হবে।’

‘ইনটু দ্য ওয়াইল্ড’ টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। সেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও সেলিব্রিটিরা তাঁর সঙ্গে যোগ দেন। এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকিকে।

ভিকি কৌশলশীঘ্রই ভিকিকে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে দেখা যাবে। এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত শ্যাম বাহাদুরের বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মি. লেলে’ এবং ‘তখত’-র মতো একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে।

গুঞ্জন রয়েছে এই বছর ডিসেম্বরে প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই যার প্ল্যানিং চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত