ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে