ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
ঢাকা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানিয়েছেন করণ জোহর।
ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো ১৯১৯ সালের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।
নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে নেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে। তবে শুধুই জালিয়ানওয়ালাবাগ নয়, এই ঐতিহাসিক ছবিকে সি.শঙ্করণ নায়ার-এর বায়োপিকও বলা যায়। বিখ্যাত আইনজীবী সি.শঙ্করণ নায়ার যাঁর অক্লান্ত পরিশ্রমের ও মেধার ফলেই ব্রিটিশ সরকার জালিওয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘসময় ধরে আদালতে চলা তাঁর ওই লড়াই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাঁর এই জয় স্বস্তি দিয়েছিল বিপ্লবীদের। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে যেন প্রাণ পেয়েছিল। ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। ছবিতে সেই সময়ের ভারতের একাধিক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রকেও দেখা যাবে। বইয়ের অন্যতম লেখক রঘু পালট-এর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি সি.শঙ্করণ নায়ার-এর বংশধর।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে