শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১ ঘণ্টা আগে