মাত্র এক সপ্তাহ আগেই বলিউডের জনপ্রিয় ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার ঘোষণা করেছেন পরিচালক রোহিত শেঠি। ‘সিংহাম এগেইন’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংকে। ঘটা করেই শুভ মহরতের ছবিও পোস্ট করেছিলেন রোহিত শেঠি। এর এক সপ্তাহ কাটতে না কাটতেই রোহিত শেঠির সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি।
মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেলের মনে করছেন, সিংহামের মতো সিনেমা ব্লকবাস্টার হলেও ভুল বার্তা দিচ্ছে সমাজকে। সিনেমাটিক ভাষায় এসব ছবিতে দেখানো হচ্ছে, পুলিশের চরিত্রে একজন নায়ক সিস্টেমের কোনো রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়েই তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দিচ্ছে। আর পর্দায় সেসব দেখেই লোকজন ধৈর্য হারাচ্ছে। বিচার প্রক্রিয়ার ওপর আস্থা হারাচ্ছে।
ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন ডে আয়োজিত এক অনুষ্ঠানেই তিনি বলেন, ‘কোনো সিনেমায় বিচারকদের ভীরু, মোটা চশমা এবং প্রায়ই খুব খারাপ পোশাক পরিহিত হিসেবে দেখানো হয়। অন্যদিকে পুলিশদের নম্র-ভদ্র হিসেবে দেখানো হয়। হিরো পুলিশই যেন সেখানে বিচারপতি।’
মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি আরও বলেন, ‘সিংহামের ক্লাইম্যাক্সে দেখানো হচ্ছে, গোটা পুলিশ ফোর্স মিলে একজন রাজনীতিবিদকে ধরছে। আর সেখানে বার্তা দেওয়া হচ্ছে, এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। কেউ কি ভেবেছেন এই বার্তাটা সমাজের জন্য কতটা ভয়ানক? এত অধৈর্য হওয়ার কী আছে? ন্যায়বিচারের একটা পদ্ধতি আছে। সেটা ধীর গতিতে হলেও।’
মাত্র এক সপ্তাহ আগেই বলিউডের জনপ্রিয় ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার ঘোষণা করেছেন পরিচালক রোহিত শেঠি। ‘সিংহাম এগেইন’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংকে। ঘটা করেই শুভ মহরতের ছবিও পোস্ট করেছিলেন রোহিত শেঠি। এর এক সপ্তাহ কাটতে না কাটতেই রোহিত শেঠির সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি।
মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেলের মনে করছেন, সিংহামের মতো সিনেমা ব্লকবাস্টার হলেও ভুল বার্তা দিচ্ছে সমাজকে। সিনেমাটিক ভাষায় এসব ছবিতে দেখানো হচ্ছে, পুলিশের চরিত্রে একজন নায়ক সিস্টেমের কোনো রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়েই তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দিচ্ছে। আর পর্দায় সেসব দেখেই লোকজন ধৈর্য হারাচ্ছে। বিচার প্রক্রিয়ার ওপর আস্থা হারাচ্ছে।
ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন ডে আয়োজিত এক অনুষ্ঠানেই তিনি বলেন, ‘কোনো সিনেমায় বিচারকদের ভীরু, মোটা চশমা এবং প্রায়ই খুব খারাপ পোশাক পরিহিত হিসেবে দেখানো হয়। অন্যদিকে পুলিশদের নম্র-ভদ্র হিসেবে দেখানো হয়। হিরো পুলিশই যেন সেখানে বিচারপতি।’
মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি আরও বলেন, ‘সিংহামের ক্লাইম্যাক্সে দেখানো হচ্ছে, গোটা পুলিশ ফোর্স মিলে একজন রাজনীতিবিদকে ধরছে। আর সেখানে বার্তা দেওয়া হচ্ছে, এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। কেউ কি ভেবেছেন এই বার্তাটা সমাজের জন্য কতটা ভয়ানক? এত অধৈর্য হওয়ার কী আছে? ন্যায়বিচারের একটা পদ্ধতি আছে। সেটা ধীর গতিতে হলেও।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে