বিনোদন ডেস্ক
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে