তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৪ মিনিট আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১২ ঘণ্টা আগে