তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে