Ajker Patrika

শুটিং সেটে বোমা বিস্ফোরণে আহত হওয়ার খবরটি ভুয়া, জানালেন সঞ্জয় দত্ত

শুটিং সেটে বোমা বিস্ফোরণে আহত হওয়ার খবরটি ভুয়া, জানালেন সঞ্জয় দত্ত

শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, গতকাল বুধবার এমন সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছিল বিস্ফোরণে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে। এবার একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদকে পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া খবর বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত। 

সঞ্জয় দত্ত টুইটারে লিখেছেন, ‘শুটিং করতে গিয়ে আমি আহত হয়েছি, এমন সংবাদ প্রচারিত হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি এ খবর সত্য নয়, এর কোনো ভিত্তিই নেই। সৃষ্টিকর্তার দয়ায় আমি আমি ঠিকঠাক ও শারীরিকভাবে অক্ষত আছই। আমি কেডি সিনেমার শুটিং করছি, আমার সিনেমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই দলের সবাই আমার যথেষ্ট দেখভাল করছেন।’

‘কেডি’ সিনেমাতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া এতে মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপটার ১’ ও ‘কেজিএফ: চ্যাপটার ২ ’-এ অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। 

১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত