Ajker Patrika

আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দৃশ্যে দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দৃশ্যে দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম

আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত কাহিনি গত বছর নতুন উদাহরণ সৃষ্টি করেছিল বক্স অফিসে। সুমতি চরিত্রে দীপিকা প্রশংসা কুড়িয়েছিলেন দর্শকদের। কল্কির সিকুয়েলে তাঁর চরিত্রের আরও ব্যাপ্তি আশা করেছিলেন ভক্তরা। তবে কল্কির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের ঘোষণার পর সব আশা ভেস্তে গেল।

গতকাল সকালে বৈজয়ন্তী মুভিজ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েলে আর থাকছেন না দীপিকা পাড়ুকোন। অনেক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে দায়বদ্ধতার অভাবের কথা। বলিউড হাঙ্গামার অনুসন্ধানেও উঠে এসেছে, শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণেই বাদ দেওয়া হয়েছে দীপিকাকে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমার প্রথম পর্বে যে পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা, দ্বিতীয় পর্বে ২৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন। প্রভাস কিংবা সিনেমার অন্য কোনো অভিনেতা বাড়তি পারিশ্রমিক না চাইলেও এ দাবিতে অনড় ছিলেন দীপিকা। এ ছাড়া প্রতিদিন ৭ ঘণ্টার বেশি শুটিং করবেন না, এমন শর্তও দিয়েছিলেন। তার বদলে নির্মাতারা তাঁকে বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দিতে চেয়েছিলেন বিশ্রামের জন্য, কিন্তু অভিনেত্রী রাজি হননি।

দীপিকার চাহিদার তালিকা এখানেই শেষ নয়। শুটিংয়ে অভিনেত্রী শুধু একাই আসেন না, তাঁর সঙ্গে থাকে ২৫ জন সহকারীর একটি বড় দল। তাদের সবাইকে পাঁচ তারকা হোটেলে রাখতে হবে, দিতে হবে খাওয়াদাওয়া থেকে শুরু করে যাতায়াতের যাবতীয় খরচ। দীপিকার এসব দাবি পূরণ করতে গেলে সিনেমার বাজেট বেড়ে যেত, তাই রাজি হননি কল্কি নির্মাতারা। অভিনেত্রীও কোনো ধরনের ছাড় দিতে চাননি, বাধ্য হয়ে তাই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

অতিরিক্ত চাহিদার কারণে এ বছর আরও একটি সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তাঁর। তবে কিছু শর্ত দিয়েছিলেন পরিচালককে। যেমন দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ। হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না। দীপিকার এসব শর্ত শুনে পিছু হটেন নির্মাতা। দীপিকাকে বাদ দিয়ে তাঁর বদলে নিয়েছেন তৃপ্তি দিমরিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ