বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
বলিউডে সব সময়ই বায়োপিকের কদর আছে। এই সপ্তাহেও মুক্তি পেয়েছে দুটি বায়োপিক। ছবি দুটিতে অভিনয় করে চমকে দিয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। ভিকি অভিনয় করেছেন ‘সর্দার উধম’ ছবিতে নাম ভূমিকায়। আর তাপসী অভিনয় করেছেন ‘রেশমি রকেট’ ছবিতে স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে ইতিহাসের পাতায় ভগত সিং যতটা প্রাধান্য পেয়েছেন, সর্দার উধম সিং যেন থেকে গিয়েছিলেন আড়ালে। সেই আড়ালে থাকা স্বাধীনতা সংগ্রামীর গল্পই সেলুলয়েডে নিয়ে এলেন পরিচালক সুজিত সরকার। ছবিটি মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে।
অন্যদিকে জি ফাইভে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘রেশমি রকেট’। ছবিতে ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হচ্ছে তাপসীর অভিনয়। বছর পাঁচেক আগে স্প্রিন্টারদের নিয়ে হরমোন বিতর্ক শুরু হয়। অনেক নারী অ্যাথলেটের শরীরে পুরুষ হরমোন বেশি পাওয়ায় তাঁদের নিষিদ্ধ করা হয়। স্প্রিন্টার দ্যুতি চাঁদও এর শিকার হয়েছিলেন।
এ ঘটনার প্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘রেশমি রকেট’। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তাপসী কী না করেছেন! পুষ্টিবিদ, থেরাপিস্ট থেকে ট্রেইনারের কাছে গিয়ে মাসের পর মাস পরিশ্রম করেছেন। তাপসী বলেন, ‘এই পুরুষ হরমোন পরীক্ষা কত নারীর স্বপ্ন যে শেষ করে দিয়েছে! ক্যারিয়ার তো গেছেই, শিকার হতে হয়েছে বর্ণনাতীত বিদ্রূপেরও। অথচ অনেক পুরুষের মধ্যেই এই হরমোন কম থাকে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। এই ব্যবস্থাকে পাল্টে দিতে ছবিটির খুব দরকার ছিল।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে