ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৯ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে