Ajker Patrika

গোসলের জন্য দৈনিক ২৫ লিটার দুধের আবদার, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে বাদ পড়ে আফসোস

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ৪৪
গোসলের জন্য দৈনিক ২৫ লিটার দুধের আবদার, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে বাদ পড়ে আফসোস

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।

রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।

রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’

২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত