বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।
গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।
গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে