ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালীন উত্তেজনার আঁচ ছড়ায় মাঠ থেকে গ্যালারিতে। ক্লাববক্সে বসে থাকা ক্রিকেট টিমের মালিকদের অবস্থা ঠিক কী রকম হয়? জুহি চাওলা সম্প্রতি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ চলাকালীন অসম্ভব টেনশনে থাকেন তিনি আর শাহরুখ খান। গ্যালারির টেনশনের অভিজ্ঞতা নিয়ে মুম্বাইয়ের রুটস টু রুটস ইভেন্টে কথা বলেছেন জুহি।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। কলকাতা নাইট রাইডার্সের মালিকানায়ও রয়েছে দুই বন্ধুর শেয়ার। কেকেআরের ম্যাচে দুই বন্ধুকে একসঙ্গে গ্যালারিতে দেখে খুশি হোন ভক্তরা। তবে এবার জুহি চাওলা জানিয়েছেন, শাহরুখের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা তাঁর জন্য মোটেও সুখকর নয়।
কেকেআর নিয়ে শাহরুখ-জুহির আবেগও যে ম্যাচের সময়ে মাত্রা ছাড়ায়, তা ক্যামেরায় ধরা পড়ে মাঝেমধ্যেই। এবার জুহির কথায় তারই আভাস মিলল। জুহি জানিয়েছেন, কেকেআর যদি খারাপ খেলে, শাহরুখ নাকি চিৎকার করেন তাঁর ওপর। জুহির কথায়, ‘দল খারাপ খেললে ও মাথা গরম করে, আর আমার ওপর রাগ দেখায়। আমি তখন বলি, কথাগুলো আমাকে না বলে টিমকে বলো!’
জুহি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বসে কেউ খেলা দেখলে তার খুব ভালো অভিজ্ঞতা হবে না।’
তবে জুহি জানিয়েছেন, গ্যালারিতে এমন অভিজ্ঞতা প্রায় সব দলের মালিকদেরই হয়। দল মাঠে খেলার সময় টেনশনে সব মালিকই ঘামতে থাকে।
উল্লেখ্য, শাহরুখ খানের বহু সিনেমায় সহ-অভিনেতা ছিলেন জুহি চাওলা। তাঁদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। শাহরুখপুত্র আরিয়ানের জামিনদারও হয়েছিলেন জুহি। মুম্বাই সেশন কোর্টে নিজে গিয়ে আরিয়ানের মুক্তির জন্য ১ লাখ রুপির জামিন বন্ডে স্বাক্ষর করেন তিনি।
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালীন উত্তেজনার আঁচ ছড়ায় মাঠ থেকে গ্যালারিতে। ক্লাববক্সে বসে থাকা ক্রিকেট টিমের মালিকদের অবস্থা ঠিক কী রকম হয়? জুহি চাওলা সম্প্রতি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ চলাকালীন অসম্ভব টেনশনে থাকেন তিনি আর শাহরুখ খান। গ্যালারির টেনশনের অভিজ্ঞতা নিয়ে মুম্বাইয়ের রুটস টু রুটস ইভেন্টে কথা বলেছেন জুহি।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। কলকাতা নাইট রাইডার্সের মালিকানায়ও রয়েছে দুই বন্ধুর শেয়ার। কেকেআরের ম্যাচে দুই বন্ধুকে একসঙ্গে গ্যালারিতে দেখে খুশি হোন ভক্তরা। তবে এবার জুহি চাওলা জানিয়েছেন, শাহরুখের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা তাঁর জন্য মোটেও সুখকর নয়।
কেকেআর নিয়ে শাহরুখ-জুহির আবেগও যে ম্যাচের সময়ে মাত্রা ছাড়ায়, তা ক্যামেরায় ধরা পড়ে মাঝেমধ্যেই। এবার জুহির কথায় তারই আভাস মিলল। জুহি জানিয়েছেন, কেকেআর যদি খারাপ খেলে, শাহরুখ নাকি চিৎকার করেন তাঁর ওপর। জুহির কথায়, ‘দল খারাপ খেললে ও মাথা গরম করে, আর আমার ওপর রাগ দেখায়। আমি তখন বলি, কথাগুলো আমাকে না বলে টিমকে বলো!’
জুহি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বসে কেউ খেলা দেখলে তার খুব ভালো অভিজ্ঞতা হবে না।’
তবে জুহি জানিয়েছেন, গ্যালারিতে এমন অভিজ্ঞতা প্রায় সব দলের মালিকদেরই হয়। দল মাঠে খেলার সময় টেনশনে সব মালিকই ঘামতে থাকে।
উল্লেখ্য, শাহরুখ খানের বহু সিনেমায় সহ-অভিনেতা ছিলেন জুহি চাওলা। তাঁদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। শাহরুখপুত্র আরিয়ানের জামিনদারও হয়েছিলেন জুহি। মুম্বাই সেশন কোর্টে নিজে গিয়ে আরিয়ানের মুক্তির জন্য ১ লাখ রুপির জামিন বন্ডে স্বাক্ষর করেন তিনি।
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৮ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১ দিন আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১ দিন আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে