আজকের পত্রিকা ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
ইন্ডিয়া ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, সোনা গ্রুপে তাঁর বেশির ভাগ অংশীদারত্ব রয়েছে। তিনিই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি পারিবারিক ঐতিহ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি কাউকে গ্রুপের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেননি বলেও উল্লেখ করেন।
দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কারিশমা কাপুরও সাবেক স্বামীর বিশাল সম্পত্তিতে একটি অংশ দাবি করছেন। তবে, কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সঞ্জয়ের মা রানি কাপুর ছেলের আকস্মিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে বর্ণনা করা হয়নি। তাঁর আইনি পরামর্শদাতা, বৈভব গাগার এএনআইকে বলেছেন, ‘আমার মক্কেলের জন্য, একজন মা হিসেবে, এটিকে নিছক একটি দুর্ঘটনা এবং কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে উড়িয়ে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। সত্য খবর শিরোনামের সঙ্গে মেলে না। সেই সত্য স্বীকার না করা পর্যন্ত তিনি নীরব থাকবেন না।’
রানি কাপুর আরও দাবি করেছেন, তাঁর ছেলের মৃত্যুর পরপরই তাঁকে মানসিক চাপের মধ্যে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। তিনি সোনা গ্রুপের এজিএম বাতিল করার অনুরোধ করেছেন। তিনি এই সময়ে নতুন পরিচালক নিয়োগের ব্যাপারেও সতর্ক করেছেন। গাগার নিশ্চিত করেছেন, এখনো কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি। তবে তাঁর মক্কেল প্রস্তাবিত এজিএম স্থগিত করার অনুরোধ করেছেন এবং তাঁর সমস্ত অধিকার সংরক্ষণ করেছেন।
সঞ্জয় কাপুরের শেষকৃত্য গত ১৯ জুন দক্ষিণ দিল্লির লোধি রোড শ্মশানঘাটে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তাঁরা ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর, সঞ্জয় প্রিয়া সাচদেবকে বিয়ে করেন। এই দম্পতির আজারিয়াস নামে একটি পুত্রসন্তান রয়েছে।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
ইন্ডিয়া ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, সোনা গ্রুপে তাঁর বেশির ভাগ অংশীদারত্ব রয়েছে। তিনিই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি পারিবারিক ঐতিহ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি কাউকে গ্রুপের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেননি বলেও উল্লেখ করেন।
দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কারিশমা কাপুরও সাবেক স্বামীর বিশাল সম্পত্তিতে একটি অংশ দাবি করছেন। তবে, কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সঞ্জয়ের মা রানি কাপুর ছেলের আকস্মিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে বর্ণনা করা হয়নি। তাঁর আইনি পরামর্শদাতা, বৈভব গাগার এএনআইকে বলেছেন, ‘আমার মক্কেলের জন্য, একজন মা হিসেবে, এটিকে নিছক একটি দুর্ঘটনা এবং কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে উড়িয়ে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। সত্য খবর শিরোনামের সঙ্গে মেলে না। সেই সত্য স্বীকার না করা পর্যন্ত তিনি নীরব থাকবেন না।’
রানি কাপুর আরও দাবি করেছেন, তাঁর ছেলের মৃত্যুর পরপরই তাঁকে মানসিক চাপের মধ্যে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। তিনি সোনা গ্রুপের এজিএম বাতিল করার অনুরোধ করেছেন। তিনি এই সময়ে নতুন পরিচালক নিয়োগের ব্যাপারেও সতর্ক করেছেন। গাগার নিশ্চিত করেছেন, এখনো কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি। তবে তাঁর মক্কেল প্রস্তাবিত এজিএম স্থগিত করার অনুরোধ করেছেন এবং তাঁর সমস্ত অধিকার সংরক্ষণ করেছেন।
সঞ্জয় কাপুরের শেষকৃত্য গত ১৯ জুন দক্ষিণ দিল্লির লোধি রোড শ্মশানঘাটে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তাঁরা ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর, সঞ্জয় প্রিয়া সাচদেবকে বিয়ে করেন। এই দম্পতির আজারিয়াস নামে একটি পুত্রসন্তান রয়েছে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১২ ঘণ্টা আগে